৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৪৬

ফিলিপাইনে বিমান হামলায় ১০ সেনা নিহত

অনলাইন ডেস্ক :
ফিলিপাইনের বিমান বাহিনীর বন্ধুত্বপূর্ণ গুলি বিনিময়ের সময় ১০ সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (১ জুন) এ খবর নিশ্চিত করে জানিয়েছে বিরোধপূর্ণ মিন্দানাও দ্বীপের মারাউই শহরের এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছে। প্রতিরক্ষা সচিব দেলফিন লোরেনজানা জানান, “আমাদের একদল সেনা নিজেদেরই বিমান হামলায় নিহত হয়েছে।” তিনি আরো বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক, তবে এমনটা মাঝেমাঝে হয়ে থাকে। অনেকসময় যুদ্ধক্ষেত্রে ঠিকমত সমন্বয় হয়না, এর ফলে আমরা নিজেদের লোককেই আঘাত করে ফেলি। গত আটদিন যাবত মারাউই শহরটির বেশ কয়েকটি অংশ ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের দখলে রয়েছে। এর ফলে সংঘর্ষে সেখানে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। মূলত ফিলিপাইনের সামরিক বাহিনী জঙ্গিদের একজন শীর্ষনেতাকে আটকের পর থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। সূত্র: বিবিসি

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১, ২০১৭ ১১:২১ পূর্বাহ্ণ