নিজস্ব প্রতিবেদক:
বাস শ্রমিককে মারধর করায় ঝালকাঠির ১৪ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। বুধবার রাতে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবর রহমান এই ঘোষণা দেন। বাস শ্রমিকরা জানিয়েছেন, বুধবার বিকেলে ঝালকাঠি থেকে একটি বাস যাত্রী নিয়ে স্বরূপকাঠি যাচ্ছিল। পথে এক যাত্রীকে বাসে তুললে ওই বাসের সুপারভাইজার আবুল কালামকে মারধর করেন মাহেন্দ্র গাড়ির চালকরা। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠি জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবর রহমান জানান, শ্রমিককে মারধর করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ১৪ রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

