২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৫৭

জবি অধ্যাপককে স্বপদে বহালের দাবিতে ধর্মঘটে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাকে স্বপদে বহাল রাখার দাবিতে ধর্মঘট পালন করছেন বিশ্বfবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ৯টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায়ে দুপুরে ভিসির কাছে স্মারকলিপি দেয়া হবে বলে জানা গেছে।

সকাল ৯টার দিকে প্রতিটি বিভাগ ও ভবনের ফটকে তালা দেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, কিছু দিন আগে বাংলা বিভাগের একজন নারী অধ্যাপকের বিরুদ্ধেও প্রকাশনা জালিয়াতির অভিযোগ উঠেছিল। কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কিন্তু নাসির স্যারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা তাকে ফাঁসানোর উদ্দেশ্যে।

মানববন্ধনের আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী শিপন বলেন, নাসির স্যারকে অপসারণ করার বিষয়টি প্রশাসনেরই ষড়যন্ত্র। তাকে অপসারণের মূল কারণ ছাত্রদের যুক্তিসঙ্গত প্রতিটি আন্দোলনে সমর্থন দেয়া। তাকে যে প্রকাশনার কারণে চাকরিচ্যুত করা হয়েছে, এর কোনো ভিত্তি নেই। এ ছাড়া যে প্রক্রিয়ায় তাকে অপসারণ করা হয়েছে, তা প্রশ্নবিদ্ধ। স্যারকে আত্মপক্ষ সমর্থনেরও পর্যাপ্ত সুযোগ দেয়া হয়নি।

তিনি বলেন, দাবি আদায়ে আজ দুপুরে ভিসি বরাবর স্মারকলিপি দেয়া হবে। এর পর পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ আছে।

কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন আহমদকে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়। তার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, তিনি গবেষণা নিবন্ধ প্রকাশনা জালিয়াতির করেছেন। তবে ওই শিক্ষক জানিয়েছেন, যে গবেষণা নিবন্ধের কথা বলা হচ্ছে, তা তার নিজের নয়। নিবন্ধটি কোথাও প্রকাশিতও হয়নি।

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১:৪৩ অপরাহ্ণ