১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন। বিকেল চারটায় গণভবনে এই সংবাদ সম্মেলন হবে।সোমবার প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বরাবরের মত সংবাদ সম্মেলনে সম্প্রতি সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের উল্লেখ্যযোগ্য বিষয়গুলো দেশবাসীর সামনে প্রধানমন্ত্রী তুলে ধরবেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে রোববার মধ্যরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। তিনি গ্লোবাল সামিট অব উইমেনে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেখানে তাকে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ দেয়া হয়। এর আগে সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী। ১৫ ও ১৬ এপ্রিল সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ‘গালফ শিল্ড-১’ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে দু’দিন সৌদি আরব সফর করেন।

এরপর তিনি কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে ১৬ এপ্রিল লন্ডন যান। ১৯ এপ্রিল সিএইচওজিএম-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র দেয়া আনুষ্ঠানিক সংবর্ধনায় যোগদান করেন শেখ হাসিনা। এরপর গত ২৩ এপ্রিল দেশে ফেরার দু’দিন পর ২৬ এপ্রিল তিনি অস্ট্রেলিয়া যান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ২:০৪ অপরাহ্ণ