১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

বি-বাড়িয়ায় পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধন

 বি-বাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুকুরে বিষ ঢেলে অন্তত ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বিরুদ্ধে। সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ভবানীপুরের সেলিম মিয়ার সঙ্গে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দেড় একরের পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে।

এ ব্যাপারে সেলিম মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে প্রকৃতির ডাকে বাইরে বের হলে পুকুরে পানির আওয়াজ পেয়ে একটু সামনে গিয়ে দেখি বাছির মেম্বার পুকুরে বোতল থেকে কি যেন ঢেলে দিচ্ছে। ডাকাডাকি করে দৌড়ে যেতেই বাছির মেম্বার পালিয়ে যান।

পুকুরের মালিক সেলিম মিয়া জানান, পুকুরে বিষ দেয়ার কারণে আমার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ব্যাপারে মামলা করব।

বাছির মেম্বার বলেন, আমি বিষ দিয়ে মাছ মারিনি। সেলিম আমার নামে মিথ্যা অভিযোগ করে ফায়দা নেয়ার চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১:৩৬ অপরাহ্ণ