১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

গরমে ফ্যাশনেবল হেয়ারস্টাইল

লাইফ স্টাইল ডেস্ক:

গরম বেশি পড়লে মুখের উপর লেগে থাকা চুল অসহ্য লাগে। এ সময় ইচ্ছেমতো চুল খোলা রাখাও যায় না। যারা ফ্যাশনপ্রিয় তারা গ্রীষ্মকালটি মোটেও সুখকর নয় ভাবতে পারেন। কিন্তু এই গরমে উপযোগী ফ্যাশনেবল হেয়ারস্টাইল করতে পারেন আপনিও। এতে গরমেও যেমন স্বস্তি পাবেন, তেমনি দেখতেও লাগবে স্মার্ট। গরমের উপযোগী ৫টি অসাধারণ হেয়ারস্টাইল ট্রাই করতে পারেন।-

অর্ধেক চুল উপরে-অর্ধেক নিচে: আপনি যদি চুল বাঁধতে না চান তাহলে গরম থেকে রেহাই পেতে উপরের দিকে অর্ধেক চুল বাঁধতে পারেন। নিচের দিকে খোলা রেখে দিতে পারেন। এতে চুল মুখের দিকে আসবে না আর দেখতেও স্টাইলিস লাগবে।

উচু করে বাঁধা: তেলতেলে ভাব চুলের জন্য এই স্টাইল পারফেক্ট। চিরুনী দিয়ে চুল পেছনের দিকে আঁচড়িয়ে নিন। এরপর পেছনের দিকে উচু করে বাঁধতে পারেন। গরমে বেশ স্বস্তি পাবেন। এতে দেখতে চুল অনেক মসৃণ লাগবে।

একপাশে বেনী:  যাদের চুল পাতলা এই স্টাইলে বেনী করতে পারেন। পুরো চুল এক পাশে নিয়ে একটু ফুলিয়ে বেনী করতে পারেন।

হাই-ভলিউম পনিটেইল: এই ধরনের স্টাইলই বেশি প্রচলিত। সামনের দিকে চুল ফোলাভাব আনার জন্য রুট লিফটার স্প্রে করতে পারেন। পেছনের দিকে বাঁধতে পারেন।

ফক্স বব হেয়ারস্টাইল: আপনি যদি চুল ছোট করতে না চান কিন্তু ববি কাট চুল গরমে আরামদায়ক মনে করেন। আপনিও এই স্টাইলে চুল বাঁধতে পারেন। প্রথমে চুল পনিটেইল স্টাইল করবেন। এরপর পেছনের চুল নিচের দিকে ভাঁজ করে নিয়ে ববি পিন দিয়ে আটকিয়ে নিন।

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১১:৩৯ পূর্বাহ্ণ