২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৪

সুন্দরবনে ৪ জেলে অপহরণ : মুক্তিপণ দাবি

সাতক্ষীরা প্রতিনিধি:

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। সোমবার ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মীরগাং গ্রামের গৌর মন্ডলের ছেলে বাবুল মনডল (২৮), একই এলাকার আকবর গাজীর ছেলে নুর ইসলাম (৩৩), গৌর বাবলের ছেলে প্রশান্ত বাবলে (৩৮) ও বাসুদেব মন্ডলের ছেলে নিত্যানন্দ মন্ডল (৩১)।

ফিরে আসা জেলে শাহজান শেখ জানান, এক সপ্তাহ আগে কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান তারা। সোমবার ভোরে চুনকুড়ি খালে মাছ ধরার সময় বনদস্যু জাকির বাহিনী সদস্যরা আড়াই লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাদের চার জেলেকে অপহরণ করে নিয়ে যায়। শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ এখনও দেননি। তবে, খোঁজখবর নেয়া হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৮ ১১:৪২ পূর্বাহ্ণ