বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
২০ লক্ষেরও বেশি অ্যাপ রয়েছে প্লে-স্টোরে। তা থেকে প্রায় নিত্যদিনই নতুন নতুন অ্যাপ ইনস্টল করে ফেলেন। কাজে না লাগায় কিছুদিন পর যা হয়তো আবার আন-ইনস্টলও করে ফেলেন। কিন্তু কখনও অ্যানড্রয়েড ফোনের জন্য এই অ্যাপগুলো ইনস্টল করেছেন? আপনার মোবাইলের লুকই বদলে দেবে।
নোটিফ: এই অ্যাপ মোবাইলে ইনস্টল করলে আর কোনও কাজ করতে ভুলবেন না আপনি। তালিকা, রিমাইন্ডার, ভয়েস নোটস্-র মাধ্যমে সারাদিনে কী কী কাজ আপনি করবেন সবটাই আগে থেকে সেট করে ফেলুন অ্যাপে। সময়মতো অ্যাপ-ই আপনাকে জানান দেবে কখন কোন কাজটা করতে হবে।
মাইটিটেক্সট: মোবাইলে হাত না দিয়েও ওই নম্বর থেকে একের পর এক মেসেজ পাঠিয়ে যান বন্ধুদের। তার জন্য দরকার এই অ্যাপটি। এই অ্যাপের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে নিতে পারেন নিজের মোবাইল ফোন।
ইউিভার্সাল কপি: অ্যানড্রয়েড ফোনে আপনি অনেক কিছুই কপি আর পেস্ট করতে পারেন। কিন্তু ইনস্টাগ্রাম, টুইটার বা ইউটিউব থেকে কোনও কিছু কপি করতে পারেন না।এই অ্যাপ ইনস্টল করলে সেটাও পারবেন।
ফ্লিপার: মোবাইল বা ট্যাবে কিছু লেখার সময় ব্যাক গ্রাউন্ডের মিউজিক বদলাতে চান? বা মোবাইল স্ক্রিন জুড়ে গেম খেলার সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত কত রান করল তা একবার দেখতে চান? এ সবে সাহায্য করবে এই অ্যাপ্লিকেশনটি।
ম্যাক্রোডয়েড: এটি একটি টাস্ক অটোমেশন অ্যাপ। ধরুন, আপনার অভ্যাস রোজ শোওয়ার আগে আপনি মোবাইল বন্ধ করে রাখেন বা মোবাইলে গান চালিয়ে দেন, এই অ্যাপ থাকলে আপনাকে আর ম্যানুয়ালি এগুলোর কিছুই করতে হবে না।রোজ আপনার সেট করা নির্দিষ্ট সময়ে সেই কাজটাই করবে অ্যাপ।
আইএফ: ম্যাক্রোডেয়েডের মতো প্রায় একই কাজ করে আইএফ। পার্থক্য এটাই ম্যাক্রোডয়েড যেখানে মোবাইলের জন্য আর আইএফ ওয়েবের জন্য।অর্থাৎ এর মাধ্যমে টুইট, মেসেজ পাঠাতে পারবেন।
দৈনিক দেশজনতা/ টি এইচ