৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৫২

রাজধানীতে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ৪ জন গ্রেফতার হয়েছে। পল্টন থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। খবর ডিএমপি নিউজের।

গ্রেফতারকৃত ৪ জন হলেন -মাইনুল, লালন, মহসিন ও সজিব বেপারী। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ডাকাতি কাজে ব্যবহৃত একটি চাপাতি, দুইটি ছোরা ও একটি সেলাইরেঞ্জ উদ্ধার করা হয়।

২৮ এপ্রিল’১৮ রাত ০২ টা ৩০ মিনিটের দিকে পল্টন থানা এলাকার উদয়ন মার্কেটের সামনে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছিল এমন সংবাদের ভিত্তিতে পল্টন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ২:৪৭ অপরাহ্ণ