১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

আজ রাতেই শিরোপা উৎসব বার্সেলোনার!

স্পোর্টস ডেস্ক:

দুইদিন আগে ক্লাব ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিয়ে ন্যু-ক্যাম্পের বাতাসটা ভারি করে রেখেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে সেই ভারি বাতাস রঙ বদলে আজ রাতেই রূপ নিতে পারে উৎসবে। আজ রোববার রাতেই যে বার্সেলোনার সামনে লা লিগার শিরোপা জয়ের হাতছানি।

সত্যি তাই। গত ২১ এপ্রিল জেতা কোপা ডেল রের শিরোপা উৎসব এখনো রঙ হারায়নি। সেই রেশ থাকতেই আজ আবার বার্সেলোনার সামনে লিগ শিরোপা উৎসবের উপলক্ষ। আজ রোববার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লিগ ম্যাচ বার্সেলোনার। দেপোর্তিভোর ঘরের মাঠের এই ম্যাচে ড্র করলেই ২৫তম লিগ শিরোপা নিশ্চিত করে ফেলবে বার্সা।

এমনকি বার্সেলোনার লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে দেপোর্তিভোর বিপক্ষে মাঠে নামার আগেই! দেপোর্তিভো ও বার্সেলোনা যখন মাঠে নামবে, তারও সাড়ে ৪ ঘণ্টা আগে মাঠে নামবে পয়েন্ট তালিকার দুই নম্বর থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ আলাভেস।

তো আলাভেসের বিপক্ষে অ্যাতলেতিকো জয় পতাকা উড়াতে ব্যর্থ হলেই লিগ শিরোপা জয়ের উৎসবের উপলক্ষ্য পেয়ে যাবে বার্সেলোনা। মানে সেক্ষেত্রে দেপোর্তিভোর বিপক্ষে মাঠে নামার আগেই লিগ শিরোপা জয়ের উৎসব সেরে ফেলতে পারবেন মেসি-সুয়ারেজরা। শিরোপা উৎসব সেরেই মাঠে নামতে পারবে।

বর্তমানে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে অ্যাতলেতিকো। তবে অ্যাতলেতিকোর চেয়ে বার্সেলোনার হাতে হাতে ম্যাচ আছে একটা বেশি। মানে ৩৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৩। অ্যাতলেতিকোর পয়েন্ট ৩৪ ম্যাচে ৭২। এর অর্থ, আজ যদি আলাভেসের বিপক্ষে ড্র করে অ্যাতলেতিকো, তাহলে তাদের পয়েন্ট হবে ৭৩। তাদের হাতে ম্যাচ বাকি থাকবে আর মাত্র ৩টি। সেই তিন ম্যাচে জিতলেও পয়েন্টে বার্সেলোনাকে ধরে ফেলার আর কোনো সুযোগ থাকবে না।

কিন্তু আলাভেসের বিপক্ষে যদি অ্যাতলেতিকো জিতে যায়, সেক্ষেত্রে শিরোপা নিশ্চিত করার জন্য বার্সেলোনাকে অবশ্যই মাঠে নামতে হবে। এবং অন্তত ম্যাচটা ড্র করে একটা পয়েন্ট জোগাড় করতে হবে।

পুঁচকে আলাভেস দৈত্য অ্যাতলেতিকোকে রুখে দিয়ে বার্সেলোনাকে শিরোপা উৎসবে ভাসাতে পারবে কিনা, বলবে সময়। তবে আলাভেস যদি তা নাও পারে, বার্সেলোনা নিজেদের কাজটা আজ নিজেরাই সেরে ফেলতে পারবে বলেই মনে করছেন সবাই। বার্সেলোনার সমর্থকেরা লিগ শিরোপা উৎসবের সমস্ত প্রস্তুতিই সেরে রেখেছে। আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন মেসি-সুয়ারেজরাও। বিশ্বজুড়ে বার্সেলোনার সমর্থকরাও নয় কি!

এখন অপেক্ষা শুধু সেই মহেন্দ্রক্ষণটির জন্য। ভাগ্য খুব বেশি খারাপ না হলে, সেই মহেন্দ্রক্ষণটি হয়তো ধরা দেবে আজ রাতেই। কারণ, দুদুটি সমীকরণ একবিন্দুতে মিলে গেলেই কেবল আজ রাতে বার্সার শিরোপা উৎসব ভেস্তে যাবে। প্রথমত, আলাভেসের বিপক্ষে অ্যাতলেতিকোকে জিততে হবে। দুই. দেপোর্তিভোর কাছে বার্সেলোনাকে হারতে হবে। অ্যাতলেতিকো প্রথম সমীকরণটি মিলিয়ে ফেললেও দ্বিতীয় সমীকরণটা নিশ্চিয় মিলতে দেবেন না মেসিরা!

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৯, ২০১৮ ৩:০১ অপরাহ্ণ