বিনোদন ডেস্ক:
রাজকুমার হিরানির ‘সঞ্জু’ ছবিটি দিয়ে বড় পর্দায় ফিরছেন বলিডের তরুণ অভিনেতা রণবীর কাপুর। ছবিতে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ করা হয়। এতে ২০ থেকে ৫০ বছর বয়সী সঞ্জয়ের রূপ তুলে ধরতে দেখা গেছে রণবীরকে। টিজার মুক্তির পর থেকেই সবাই রণবীরের প্রশংসা করছেন।
রণবীরের প্রশংসায় মাতলেন বোন কারিনা কাপুরও। তিনি বলেন, সঞ্জয় দত্তের জীবন পর্দায় ফুটিয়ে তুলতে রণবীরের থেকে ভাল কেউ ছিল নাকি? আমার মনে হয় না ওর থেকে ভাল কেউ করতে পারত।
‘সঞ্জু’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৯ জুন। রণবীর ছাড়াও এতে অভিনয় করেছেন অানুশকা শর্মা, সোনম কাপুর, দিয়া মির্জা, মনীষা কৈরালা, ভিকি কুশল। মা হওয়ার পর প্রথম বড় পর্দায় ফিরছেন কারিনাও। তার ‘ভিরে কি ওয়েডিং’ ছবিটি মুক্তি পাচ্ছে ১ জুন। এতে তার সহশিল্পী সোনম কাপুর।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

