১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

ওসমানী মেডিকেল কলেজ এখন বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

একই সাথে এটি কার্যকরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সভায় জানানো হয়।

দীর্ঘদিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন সিলেটবাসী। এর আগে মদন মোহন কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই সিলেটবাসীকে মেডিকেল বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সহোদর ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন সংবাদ সম্মেলন করে জানান, স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে সিলেটবাসী।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৭:৫৪ অপরাহ্ণ