২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৩৭

মৃতদেহসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় মোরার আঘাতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার থেকে ৩৩ জন বাংলাদেশী জেলেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা। এর মধ্যে একটি মৃতদেহও রয়েছে। ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসার পথে জেলেদের উদ্ধার করেছে জাহাজটি।

ঘূর্ণিঝড়ে বঙ্গোপসাগরে ছয়টি মাছ ধরার ট্রলারের ৭১ জন জেলে নিখোঁজ হওয়ার খবর জানিয়েছিল চট্টগ্রামের উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। একজনের ডুবে মারা যাওয়ার খবরও জানানো হয়েছিল তখন, যদিও তার লাশ পাওয়া যায়নি।

ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে আসা আইএনএস সুমিত্রা পথে সাগরে এই জেলেদের দেখে উদ্ধার অভিযান চালায় বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

হাইকমিশন বলেছে, ভারতীয় নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীকে সহযোগিতা করতে সাগরে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। অভিযান শেষ হলে এটি চট্টগ্রাম বন্দরে ভিড়বে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রাকে বাংলাদেশে শুধু ত্রাণসামগ্রী পৌঁছানোর অনুমতি দেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কার্যক্রম চালানোর কোনও অনুমতি দেয়া হয়নি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৮:১১ অপরাহ্ণ