৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সিপিবি-বাসদের

নিজস্ব প্রতিবেদক:

১ জুন থেকে কার্যকর হতে যাওয়া গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি করেছে সিপিবি-বাসদ।

বুধবার বিকেল ৪টায় প্রেসক্লাবের সামনে গ্যাসের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং আবাসিক এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

বক্তরা বলেন, একদিকে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অন্যদিকে গ্যাসের মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠতে শুরু করেছে। যা মোটেই আমাদের কাম্য নয়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৭:৪৯ অপরাহ্ণ