১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

সুশাসন থাকলে কোটি টাকা পাচারকারীদের গ্রেফতার করা হচ্ছে না কেন : ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক:

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে সুশাসন থাকলে কোটি টাকা পাচারকারীদের কেন গ্রেফতার করা হচ্ছে না? তিনি পাড়া-মহল্লায় জনগণকে দেশের টাকা পাচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে বলেন। তিনি বলেন, উন্নয়নের কথা বলা হচ্ছে। এত উন্নয়ন হলে দেশে লোডশেডিং হচ্ছে কেন? জনগণ এসবের জবাব চায়।

গণফোরাম ঢাকা মহানগরের উদ্যোগে মতবিনিময় সভায় ড. কামাল এসব কথা বলেন। মতবিনিময়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ মফিজুল ইসলাম খান কামাল, জগলুল হায়দার আফ্রিক, আওম শফিক উল্লাহ, সাইদুর রহমান সাইদ, মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৭:৪৫ অপরাহ্ণ