নিজস্ব প্রতিবেদক:
হাওরে আগাম বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়া ১০ হাজার পরিবারকে ত্রাণ দেবে ইসলামী ব্যাংক। এসব পরিবারের মধ্যে জরুরি ভিত্তিতে দেড় কোটি টাকার ত্রাণ বিতরণ করবে ব্যাংকটি।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরসের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের সভাপতিত্বে সভায় ডাইরেক্টরবৃন্দ এবং ম্যানেজিং ডাইরেক্টর মো. আব্দুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেয়া হয়।
দৈনিক দেশজনতা /এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

