২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১০

৩৮ দিনের ছুটি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৪ দিনের ছুটি ঘোষণা করেছে। তবে আগে পরে সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ৩৮ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেজিস্টার দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেজিস্টার দপ্তর সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন ছুটি, শবে কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৪ জুন (রবিবার) থেকে ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক ও বিভাগীয় দপ্তর বন্ধ থাকবে আগামী ১৮ জুন (রবিবার) থেকে ০৩ জুলাই (সোমবার) পর্যন্ত।

প্রসঙ্গত, ছুটি শেষে বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর ৪ জুলাই (মঙ্গলবার) এবং সব ক্লাস ৯ জুলাই (রবিবার) থেকে যথারীতি শুরু হবে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৭:৩৬ অপরাহ্ণ