নিজস্ব প্রতিবেদক:
রাজনীতি বহির্ভুত কোনো বিষয়ে সংবাদ সম্মেলন বা অনুষ্ঠান হলেও রাজনৈতিক বক্তব্য দিয়েই থাকেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দিক থেকে বুধবারের সংবাদ সম্মেলনটি ব্যতিক্রম। ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় দলের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সাংবাদিকদের জানাতে ডাকা আয়োজনে রাজনীতি নিয়ে কিছুই বলেননি তিনি। তারপরও তাকে পীড়াপীড়ি করলে তিনি বলেন, ‘আজকে হেডিং বিএনপি নিয়ে করার দরকার নাই।’
বুধবার রাজধানীর ধানমন্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘূর্ণিঝড়ের পর পর এক বিবৃতিতে বলেছেন, সরকার ত্রাণকার্যে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই বিষয়টির কী জবাব দেবেন- ওবায়দুল কাদেরের বক্তব্য জানতে চাইলেও তিনি এ বিষয়ে কিছু বলেননি।
কাদের জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’য় ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য আওয়ামী লীগের প্রতিনিধি দল যাচ্ছে আক্রান্ত এলাকা পরিদর্শনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকরে নেতৃত্বে চারটি দল যাবে উপদ্রুত এলাকায়।
মঙ্গলবার সকালে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোরা আঘাত হানে। এই ঝড়টি আঘাত হানার আগেই এ নিয়ে আশঙ্কা তৈরি হয়। আবহাওয়া অধিদপ্তর১০ নম্বর মহা বিপদসংকেতও দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ঝড়টি দুর্বল হয়ে যায় এবং তা আঘাত হানে ভাটার সময়। তাই যতটা আশঙ্কা করা হয়েছিল, ততটা ক্ষয়ক্ষতি হয়নি।
তারপরও কক্সবাজার, সেন্ট মার্টিনসে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছপালা পড়ে বাড়িঘর ভেঙেছে চট্টগ্রাম, রাঙামাটি, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায়। এর মধ্যে কেবল কক্সবাজারেই ২০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
দৈনিক দেশজনতা /এমএম