১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

সেমাই ফ্যাক্টরিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

অবৈধ কারবার করতে গিয়ে এবার ধরা খেয়েছে যশোরের নিউ আলামিন লাচ্চা সেমাই ফ্যাক্টরি। যশোরে একমাত্র লাচ্চা সেমাই উৎপাদনকারী এ প্রতিষ্ঠানটির ট্রেডমার্ক লাইসেন্স না থাকাসহ নোংরা পরিবেশে সেমাই তৈরির সময় বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাতেনামে ধরা পড়েছে। এ সময় এ প্রতিষ্ঠানের নামে মামলা দিয়ে ২৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, যশোর সদরের হামিদপুরে অবস্থিত এখানকার একমাত্র লাচ্চা সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠান নিউ আলামিন লাচ্চা সেমাই ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সেমাই তৈরির খবর পেয়ে বুধবার দুপুরে অভিযান চালানো হয়। এ সময় আদালত দেখতে পান নোংরা পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। লাচ্চা সেমাইয়ের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখও বেশি দেয়া হয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানটির ট্রেড মার্ক লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই। নেই পরিবেশ ও ফায়ার সার্ভিসের ছাড়পত্রও।

এ সময় বিচারক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৩৭ ধারা অমান্য করায় প্রতিষ্ঠানের রফিকুল ইসলামের নামে মামলা দিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আদালতের পেশকার জালাল উদ্দিন, এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৭:২০ অপরাহ্ণ