১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

বরিশালে কলেজছাত্রী গণধর্ষণেনর শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নগরীতে গণধর্ষিত কলেজছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার রাতে তাকে শেবাচিম হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস ইউনিট থেকে সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। কোতয়ালি মডেল থানা পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত ৮টার দিকে ওই ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে  শনিবার সকালে সরকারি বিএম কলেজের সচেতন শিক্ষার্থীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

বিক্ষোভ মিছিলটি কলেজের সামনে সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- শিক্ষার্থী এনামুল হক, কাজল আহম্মেদ, ইয়াছির আরাফাত, তানভির আহম্মেদসহ অন্যরা।

বক্তারা ধর্ষণের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।

কোতয়ালি মডেল থানার সহকারী কমিশনার শাহানাজ পারভীন জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা শুক্রবার রাতেই চারজনকে আসামি করে মামলা করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকেই আটক করে এবং শনিবার আদালতে আটকরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে নগরীর কাশিপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজের ওই শিক্ষার্থী বিএম কলেজ এলাকায় বয়ফ্রেন্ডের কাছে নোট নিতে এসে গণধর্ষণের শিকার হন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৬:২৫ অপরাহ্ণ