১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

আমার প্রথম ক্রাশ মাশরাফি: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক:

শবনম ফারিয়া দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। তাকে নিয়ে কলকাতার একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। খবরে বলা হয়, পদ্মাপাড়ে বিপুল জনপ্রিয় শবনম গঙ্গাপাড়েও অভিনয় করার স্বপ্ন দেখেন। নিজের ভালোলাগার বিষয়ে অকপট স্বীকার করেন ফারিয়া।বাংলাদেশের একটি গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি ফারিয়ার এই খবরটি প্রকাশ করেছে।

তিনি জানিয়েছেন, মাশরাফির প্রেমে পাগল তিনি।মাশরাফি বিন মর্তুজা এমনিতে ক্রিকেট বিশ্বে যথেষ্ট শ্রদ্ধেয় এক ব্যক্তিত্ব। নির্বিবাদী মাশরাফিকে পছন্দ করেন না, এমন ক্রিকেট সমর্থক গোটা বিশ্বে পাওয়া বিরল। যাইহোক, শান্তশিষ্ট এই মাশরাফিরই প্রেমে পড়ে গিয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী শবনম ফারিয়া।

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া অনেক তরুণের ক্রাশ। তবে তার ক্রাশ কিন্তু মাশরাফিই। ফারিয়া বাংলাদেশের এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বলেন, প্রথম যেদিন সরাসরি মাশরাফিকে দেখি, আমার পা কাঁপছিল। আধাঘণ্টা কথা বলতে পারছিলাম না।২০০৯ সালে স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে প্রথমবার মাশরাফিকে সরাসরি দেখেন তিনি। তারপরই রীতিমতো কাত তিনি।

ফারিয়া বলেছেন, আমি শুধু মাশরাফির ভক্তই না, আমার প্রথম ক্রাশ বলতে পারেন মাশরাফি। প্রথমবার সরাসরি সাক্ষাতে কী ঘটেছিল? সাক্ষাৎকারে ফারিয়া জানান, নিশ্চুপ ছিলাম শুধু দেখছিলাম তাকিয়ে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৬:২৩ অপরাহ্ণ