১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৫

উলিপুরে দুস্থ্য মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন

 

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা :

উলিপুরে দুস্থ্য মহিলাদের ভাগ্যের উন্নয়নে ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসেসিয়েশন (অর্কা) সংগঠনের পক্ষ থেকে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন দুস্থ্য মহিলাকে সেলাই মেশিন এবং উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০টি বেঞ্চ বিতরন করা হয়েছে।
শনিবার (২৮ এপ্রিল) দুপুরে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বিতরন অনুষ্ঠানে ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসেসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য ও উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলা চৌধুরী এ সেলাই মেশিন ও বেঞ্চ বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান আজাদ, উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা সরকার, আওয়ামীলীগ নেতা পার্থ সারথী সরকার, বিএনপি নেতা আব্দুর রশিদ, আবু সাঈদ সরকার, যুবদল নেতা এস.এম হাবিব নয়ন, আমিনুল ইসলাম, মাহমুদার রহমান বেটু প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ৬:৩৩ অপরাহ্ণ