১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৯

কলকাতার পরী মনি

বিনোদন ডেস্ক:

বিজ্ঞাপনের সুবাদে একাধিকবার কলকাতা গিয়েছেন পরী মনি। এছাড়া রক্ত ও স্বপ্নজাল সিনেমার শুটিং করেছেন সেখানে। এবার কলকাতার দর্শক দেখবে দ্বিতীয় সিনেমাটি। সম্প্রতি ‘স্বপ্নজাল’ পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, নায়ক ইয়াশ রোহান ও প্রযোজনা সংশ্লিষ্টদের সাথে কলকাতায় যান নায়িকা। অংশ নেন সংবাদ সম্মেলন ও প্রচারণায়।

৪ মে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বাংলাদেশে আলোচনা তোলা ‘স্বপ্নজাল’। এর আগে ‘রক্ত’-এ পরী মনিকে অ্যাকশন অবতারে দেখা যায়, এবার হয়েছে তার একদম উল্টোটা। দেশের দর্শকরা তার লুক ও অভিনয় দারুণ পছন্দ করেছেন। এবার দেখার পালা কলকাতা জয় করতে পারেন কি-না।

মাঝে শোনা গিয়েছিল অরিন্দম শীলের একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন পরী মনি। ‘স্বপ্নজাল’ হয়তো নায়িকার জন্য নতুন দরোজা খুলে দেবে। ‘স্বপ্নজাল’ প্রযোজনা করেছে ঢাকার বেঙ্গল ক্রিয়েশনস ও কলকাতার বেঙ্গল বারতা। ভারতে পরিবেশনায় আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৮ ১০:৫০ পূর্বাহ্ণ