১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক:

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোড়াইছড়া ১৮৬০ নং সীমান্ত পিলার থেকে ময়নুল ইসলাম নামে এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ময়নুল ইসলাম কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ তানবির গ্রামের মহর আলীর ছেলে।

৪৬ বিজিবি লে. কর্নেল এম এস আনিছুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে ময়নুল অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ৭নং ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তার বাবা তাকে অনেক খোঁজাখুজি করে কোথাও সন্ধান না পাওয়া গেলে মোড়ইছড়া বিজিবি ক্যাম্পে ঘটনাটি জানান। তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৬:০৯ অপরাহ্ণ