১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে কাল: মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক:

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করে ম্যাচ হারলেও ব্যাটিং প্র্যাকটিসটা ভালভাবেই করে তারা। তবে ভারতের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি টাইগারা। এবার মূল মঞ্চের লড়াই। যেখানে শক্তি আর পরিসংখ্যানের বিচারে ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে বাংলাদেশ।

এখন পর্যন্ত ১৯ ম্যাচে ৪ জয়ের বিপরীতে টাইগারদের পরাজয় ১৫ ম্যাচে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। নিজেদের মাঠে খেলা বলে মনোবলের দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে ইংলিশরা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৬:০৪ অপরাহ্ণ