১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

পায়ের জবাব পা দিয়েই দিলেন প্রিয়াংকা

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্প্রতি এক সাক্ষাতের সময় পরা পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

সম্প্রতি মুক্তি পেয়েছে প্রিয়াংকা চোপড়া অভিনীত প্রথম হলিউড সিনেমা ‘বেওয়াচ’। এই ছবির প্রচারণার অংশ হিসেবে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ‘দেশি গার্ল’। জার্মানির বার্লিনে সেই সাক্ষাতের একটি ছবি ফেসবুকে পোস্ট করে প্রিয়াংকা চোপড়া লিখেন, ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় দেয়ার জন্য ধন্যবাদ।

ছবিতে প্রিয়াংকা চোপড়া শর্ট ড্রেস পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে পায়ের উপর পা দিয়ে বসেছিলেন। ফেসবুক ব্যবহারকারীদের দাবি, এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘অসম্মান’ হয়েছে।

এ ধরনের বিতর্কের পর পাল্টা জবাব হিসেবে ইনস্টাগ্রামে আরো একটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। যেখানে তিনি এবং তার মা দুজনেই শর্ট পোশাক পরিহিত ছিলেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লেগস ফর ডেস’।

এর আগেও ভারতীয় অভিনেত্রীদের বেশভূষা নিয়ে ক্ষোভে পড়তে হয়েছে। ২০১৪ সালে ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়াযও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আপত্তিকর ছবি এবং ‘ওএমজি: দীপিকা পাড়ুকোন’স ক্লিভেজ শো’ শিরোনামের খবর প্রকাশ করে। এতে ব্যাপক চটেছিলেন দীপিকাও। জবাবে টুইটে তিনি বলেছিলেন, ‘ইয়েস, আই অ্যাম এ ওম্যান…আই হ্যাভ ক্লিভেজ! ইউ গট অ্যা প্রব্লেম!!??’ আরেকটি টুইটে দীপিকা বলেন, ‘নারীকে সম্মান করতে না জানলে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা না বলাই ভালো।’

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৬:০০ অপরাহ্ণ