২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫০

ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন

দৈনিক দেশজনতা ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই বেড়েছে বেচাকেনা, দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৪০৩ দশমিক ১২ পয়েন্টে উন্নীত হয়। ১৩ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে ২ হাজার ৫ দশমিক ১৯ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ২ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে ১ হাজার ২৫১ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।

সারা দিনে ডিএসইতে ১৩ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৮৫১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫০৬ কোটি ১৯ লাখ ৭৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩১৭ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত ছিল ৫৪টির বাজারদর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৬৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১২৮ দশমিক ৮৫ পয়েন্টে উন্নীত হয়। ৭১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৯৭ দশমিক শূন্য ২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ১৭৩ কোটি ৬ লাখ ৫৭ হাজার ৭৬০ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৩ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার ৪৫৭ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ৮৮টির ও অপরিবর্তিত ছিল ৩৯টির বাজারদর

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ৩১, ২০১৭ ৫:৪৭ অপরাহ্ণ