১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৬

জুনিয়র আইয়ুব বাচ্চু হিসেবে পরিচিতি রাফসানুল

বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে রাতারাতি আজকাল তারকা বনে যাচ্ছেন অনেকেই। কেউ অভিনয় করে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ বা গান গেয়ে মাতিয়ে দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে নতুন সংযোজন কিশোর রাফসানুল ইসলাম।

এই কিশোর এরইমধ্যে জুনিয়র আইয়ুব বাচ্চু হিসেবে পরিচিতি পেয়ে গেছে। কেন? রাফসান আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি গেয়ে আলোচনায় চলে এসেছে। ১৩ এপ্রিল ভাইরাল হওয়া গানটি ইতিমধ্যে দেখা হয়েছে প্রায় চার লক্ষবার।

রাফসানের বাবা রফিকুল ইসলাম জানিয়েছেন, চার বছর থেকে গান শেখে রাফসান। চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজেও অংশ নিয়েছেন তিনি । ২০১৮ সালের শুরু থেকে ব্যান্ডদল ‘ধোঁয়া’তে যুক্ত হয় রাফসান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ৩:৫৫ অপরাহ্ণ