১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৭

সন্ধ্যায় মুক্তি পাবে ফারিয়ার পটাকা

বিনোদন ডেস্ক:

সন্ধ্যায় মুক্তি পাবে নুসরাত ফারিয়ার প্রথম মিউজিক ভিডিও ‘পটাকা’। প্রেমের ভাঙন থেকে কী করে মেয়েরা বেরিয়ে আসবে তাই নিয়েই এই ভিডিওটি। আনন্দবাজার পত্রিকাকে নায়িকা জানান, এই গান থেকে যা আয় হবে, তা খরচ করা হবে বাচ্চাদের পড়াশোনায়।

তিনি জানান, ছোটবেলা থেকেই বাড়িতে পড়াশোনা নিয়ে খুব চাপ ছিল। নুসরাতের কথায়, ‘ছোটবেলা কেটেছে আর্মি ক্যান্টনমেন্টে। শুধু পড়াশোনাই করেছি। স্কুলে যেতাম, পড়াশোনা করে বাসায় ফিরে আসতাম। সে রকম বন্ধু আমার ছিল না। বাবা সারাক্ষণ লেখাপড়ায় জোর দিতেন। তাই খুব পড়েছি। রেজ়াল্টও ভাল ছিল। আর আমি ন্যাশনাল ডিবেটে চ্যাম্পিয়নও হয়েছি।’ বাণিজ্য নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে, এখন আবার আইন নিয়ে পড়ছেন নুসরাত।

কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চান। যদিও তিনি গান শেখেননি। তা হলে হঠাৎ গানের প্রতি এত আগ্রহ? নুসরত বললেন, ‘গান না শিখলেও স্কুলের অনুষ্ঠানে গান, নাচ, বিতর্ক সব কিছুতেই অংশগ্রহণ করতাম। আমার ক্লাসিক্যাল মিউজ়িক খুব ভালো লাগে। নজরুল সংগীতও আমার খুব পছন্দের। গান আমাকে সব সময়েই অনুপ্রেরণা দিয়েছে। তাই ঠিক করেছিলাম গান নিয়ে বড় আকারে কিছু করব। এত দিনে সেই সুযোগ পেলাম।’

নুসরাত ফারিয়ার সিনেমা দুই দেশেই মুক্তি পাচ্ছে। ‘কাজের ক্ষেত্রে কোনো সীমারেখা থাকা উচিত নয়। তাই আমি দুই বাংলাতেই কাজ করব। কিন্তু থাকব বাংলাদেশে। এখানে উড়ে উড়ে এসে কাজ করে পালিয়ে যাব,’ মিষ্টি হেসে স্পষ্ট জবাব নুসরাতের। এত কাজের মাঝেও অবসর পেলেই বোনের মেয়ে ফলকের সঙ্গে সময় কাটান। ভালোবেসে তাকে ডাকেন ‘লালা’ বলে। নায়িকার সবচেয়ে পছন্দের অবসর যাপন হলো ‘লালা উইথ খালা’ টাইম।

তা হলে কি সামনেই বিয়ে করে সংসার পাতার পরিকল্পনা? সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন, ‘একেবারেই না। বিয়েতে কত খরচ হয়! আমি সব খরচ বাঁচিয়ে দামি গাড়ি কিনব। তারপর (একটু ভেবে) বিয়ে করব। এত কাজের মাঝে প্রেম করার সময় কোথায়, বলুন তো?’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ