১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৬

ঝড়ের কবলে রিজেন্ট এয়ারওয়েজের বিমানে ৩ যাত্রী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক:

বুধবার রাতে ঢাকা থেকে যশোরে আসার পথে ঝড়ের কবলে পড়ে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমান। এ সময় বিমানের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এদের মধ্যে তিনজন অসুস্থও হয়ে পড়েন। দু’জনকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজেন্ট এয়ারওয়েজের যশোর বিমানবন্দরে কর্মরতদের ভাষ্য, বিরূপ আবহাওয়ার কারণে ভয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালে ভর্তি হওয়া দুই জন হলেন, রিনা বেগম (৩০) ও আবিদা সুলতানা মুন্নি (৪০)। হাসপাতাল সূত্র বলছে, রিনা বেগম মাথায় আঘাত পেয়েছেন। আর মুন্নি অজ্ঞান হয়ে পড়ায় তাদের ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৮ ১১:৩৩ পূর্বাহ্ণ