স্পোর্টস ডেস্ক:
দিল্লির হয়ে একের পর এক ব্যর্থ হয়ে মাঝপথে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন গৌতম গম্ভীর। অধিনায়কত্বের পরে বুধবার চলতি আসরের বেতনও ছেড়ে দিওয়ার সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক গম্ভীর।
কলকাতা নাইট রাইডার্সে সফল অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। কলকাতার হয়ে দুইবার আইপিএলের শিরোপাও জিতেছেন তিনি। কিন্তু সেই অধিনায়ককেই এবার দল থেকে ছেড়ে দিল কলকাতা। নিলামে ২ কোটি ৮০ লাখ রুপিতে দিল্লিতে নাম লেখান গম্ভীর। কিন্তু এই দলে সফল হতে পারেননি তিনি। ছয় ম্যাচে তার সংগ্রহ মাত্র ৮৫ রান। তাছাড়া ছয় ম্যাচে পাঁচ হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে তার দল।তাই অধিনায়কত্ব ছাড়ার পাশাপশি দিল্লি থেকে এক টাকাও নিবেন না গম্ভীর। যা আইপিএলের ইতিহাসে আর কখনো হয়নি।
সাংবাদিকদের সঙ্গে গম্ভীর নিজের ব্যর্থতা আর নতুন অধিনায়ক নিয়ে বলেন,‘পয়েন্ট টেবলে সবচেয়ে নীচে থাকার পুরো দায়িত্ব আমি নিচ্ছি। সব পাল্টে ফেলার জন্য একটু বেশিই যেন মরিয়া হয়ে উঠেছিলাম। আমি এই চাপ নিতে পারিনি। এই পরিস্থিতিতে আমার নেতৃত্ব ছেড়ে দেওয়াই উচিত। শ্রেয়স দায়িত্ব নিক। আশা করি দল এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে।’
দৈনিকদেশজনতা/ আই সি