মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে আটকের ১ ঘণ্টা পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম আরিফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে আরিফকে নিয়ে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে গজারিয়াকান্দি এলাকায় গেলে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি আরিফ একজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী । তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ ১২টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, রাত ১টার দিক সাইফুল ইসলাম আরিফকে ১১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে আরিফকে নিয়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে ওৎপেতে থাকা তার সহযোগী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলির সময় আরিফ গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশের দুই সদস্যও আহত হন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসনে জানান, তাদেরকে তাৎক্ষণিক মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করে। তবে দুই পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
দৈনিকদেশজনতা/ আই সি