স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে রোমার বিপক্ষে ৫-২ গোলে জয় পেয়েছে লিভারপুল। সালাহ ও ফিরমিনহো দুটি করে গোল করেন। জেকো ও পেরোট্টি রোমার পক্ষে একটি করে গোল করেন।
লিভারপুল সভাপতি জন ডব্লু হেনরির নিশ্চয়ই পুরো বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছিল। রোমা থেকে গত জুনেই ৪৩ মিলিয়ন ইউরোয় মিসরের মোহাম্মদ সালাহকে দলে নিয়েছিলেন। সে সময় ভাবছিলেন মিসরীয় এক ফুটবলারের জন্য ৪৩ মিলিয়ন একটু বেশি হয়ে গেল কিনা! কিন্তু গোটা মৌসুমে সালাহ যে ধরনের ফুটবল খেলছেন, তাতে নিশ্চয়ই নিজেকে ভাগ্যবান ভাবছিলেন।
রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগের পর এমন ধারণা বদ্ধমূল হতে বাধ্য যে সাম্প্রতিক সময়ের সেরা বাণিজ্যটা লিভারপুল এই সালাহকে কিনেই করেছে। অবিশ্বাস্য এক ফুটবলার তিনি। এক মৌসুমে ৪৩টি গোল করেছেন-যার দুটি আজ। সালাহ আর ফিরমিনহোর জোড়া গোলের সঙ্গে সাদিও মানের গোল-রোমাকে প্রায় উড়িয়ে দিয়েই সেমির প্রথম লেগটা সেরেছে লিভারপুল।
দৈনিক দেশজনতা/এন এইচ