১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৭

দ্রৌপদী চরিত্রে দীপিকা

বিনোদন ডেস্ক :

মিস্টার পারফেক্টশনিস্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খান। শোনা যাচ্ছে, ‘মহাভারত’ অবলম্বনে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এতে দ্রৌপদী চরিত্রে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে চাইছেন আমির।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘পৌরাণিক গল্প অবলম্বনে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে আমিরের মহাভারত। এটি তার ড্রিম প্রজেক্ট এবং শুধু প্রথম সারির অভিনয়শিল্পীরাই এতে অভিনয় করবেন। দীপিকার সৌন্দর্য ও সাহসিকতার কারণে দ্রৌপদী চরিত্রের জন্য স্বাভাবিকভাবেই তিনি প্রথম পছন্দ। কিন্তু পদ্মাবত সিনেমার পর বিতর্ক হতে পারে এমন চরিত্রের ব্যাপারে দীপিকা খুবই সতর্ক।’

এর আগে ‘মহাভারত’ অবলম্বনে সিনেমা নির্মাণ প্রসঙ্গে আমির বলেছেন, ‘আমার ড্রিম প্রজেক্ট মহাভারত সিনেমা নির্মাণ কিন্তু আমি শুরু করতে ভয় পাচ্ছি কারণ এটি জীবনের ১৫-২০ বছর নিয়ে নিবে। আমার পছন্দের চরিত্র কর্ণ। কিন্তু আমার যে শরীরিক গঠন তাতে চরিত্রটি করতে পারব কিনা সন্দেহে আছি। আমার হয়তো কৃষ্ণা চরিত্রে অভিনয় করতে হবে। অর্জুন চরিত্রটিও আমার পছন্দ। তিনিই একমাত্র ব্যক্তি যিনি কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, কেন তাকে নিজের মানুষদের হত্যা করতে হবে।’

বর্তমানে থাগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং করছেন আমির। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ। এটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। সিনেমাটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য। দীপাবলী উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৮ ১:১০ অপরাহ্ণ