১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১০

জন্মদিনে শচীনকে অপমান অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক:

কেক কেটে ৪৫তম জন্মদিন পালন করলেন শচীন রমেশ টেন্ডুলকার। তার জন্মদিনে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ। আর এই আনন্দের দিনে ক্রিকেটের ‘ঈশ্বর’খ্যাত ক্রিকেটারকে নিয়ে অপমানজনক টুইট করেছে অস্ট্রেলিয়া। মাস্টার ব্লাস্টারকে নিয়ে এহেন ‘অপমান’ কিছুতেই মেনে নিতে পারছেন না শচীনভক্তরা। যে কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় শুরু হয়েছে।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান থেকে শুরু করে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাকগ্রার মতো বোলারও শচীনের ব্যাটিং তাণ্ডব থেকে রেহাই পাননি। যে কারণে তাকে তুলনা করা হয় কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে। আর এসব কারণেই শচীনকে ‘ঈশ্বরের’ আসনে বসান ক্রিকেট বিশেষজ্ঞরা। ক্রিকেটের তিন ফরম্যাটে ১০০ সেঞ্চুরি করা শচীনের জন্মদিনে এভাবে কটাক্ষ করবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, তা হয়তো কেউই ভাবেননি। শুভেচ্ছা জানানো তো দূরে থাক, উল্টো অপমানই করা হয়েছে কিংবদন্তি ব্যাটসম্যানকে।

মঙ্গলবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের একটি পুরনো ভিডিও পোস্ট করেছে অজি বোর্ড। যেখানে শচীনের বিপক্ষে বল করছেন অজি পেসার ড্যামিয়েন ফ্লেমিং। আর অজি তারকার সেই ডেলিভারিতেই বোল্ড শচীন। ভিডিওর নিচে লেখা- ‘কিছু সুবর্ণ মুহূর্ত। হ্যাপি বার্থডে ড্যামিয়েন ফ্লেমিং।’ আর এই পোস্ট দেখেই অজিদের ওপর চড়াও হয়েছেন ভারতীয় ক্রিকেটভক্তরা। ফ্লেমিংকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে একই দিনে জন্মানো শচীনের আউটের ভিডিওটি ব্যবহার বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মত শচীন সমর্থকদের। তাদের দাবি- মাস্টার ব্লাস্টারকে ইচ্ছাকৃতভাবে অপমান করতেই এমনটি করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

ফ্লেমিং ও শচীন সমসাময়িক ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে বহুবার মুখোমুখি হয়েছেন তারা। শচীনকে সাতবার আউট করে প্যাভিলিয়নে পাঠিয়েছেন ফ্লেমিং। শচীনও কম যাননি। ফ্লেমিংয়ের সুইংকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন অনেকবার। এমনকি ১৯৯৮ সালে শারজায় সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে সিরিজ জিতিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৮ ১০:৩৩ পূর্বাহ্ণ