আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে সৌদি আরব প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরাকের ভাইস প্রেসিডেন্ট নুরি আল মালিকি তিনি আল মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন। আগামী ১২ মে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। -খবর পারস টুডের।
ইরাকের ভাইস প্রেসিডেন্ট বলেন, সৌদি আরব মিডিয়াকে কাজে লাগানোর পাশাপাশি সরাসরি অর্থ খরচ করছে। এ ছাড়া নাজাফ ও বসরায় কনস্যুলেট প্রতিষ্ঠা ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে নিজের লক্ষ্য হাসিলের চেষ্টা করছে। তিনি ইয়েমেনে সৌদি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, ইয়েমেন সংকটে আটকে গেছে সৌদি আরব।
ইরাকের সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক জোট অংশ নিচ্ছে। এ ছাড়া রয়েছে বহু স্বতন্ত্র প্রার্থী। এর আগে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সে দেশের আসন্ন সংসদ নির্বাচনে সৌদি আরব হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তুলেছে।
দৈনিকদেশজনতা/ আই সি