২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫৩

কারাগারের বিদ্যুৎহীন কক্ষে খালেদা জিয়ার তেলাপোকার সাথে বসবাস

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক:

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি সিঙ্গেল খাটে শুতে দেয়া হয়। তার জন্য বরাদ্দ পুরনো ওয়াশরুম থেকে ইঁদুর, তেলাপোকা বের হয়। যে কারাগারে তাঁকে রাখা হয়েছে সেখানে প্রায়ই বিদ্যুৎ চলে যায়। এ কারণে গরমে অনেক সময় অন্ধকারের মধ্যে থাকতে হয় তাঁকে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি বলেন, নির্জন কারাগারে বন্দী বেগম খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে, সেখানে প্রায়ই বিদ্যুৎ চলে যায় এবং তাকে অন্ধকারে থাকতে হয়। ব্যারিস্টার খোকন বলেন, আমরা জানতে পেরেছি শোয়ার জন্য তাকে ছোট্ট একটি খাট দেয়া হয়েছে। তিনি অসুস্থ এবং পায়ে ব্যাথার কারণে কাঁত হয়ে শুতে হয়। এরকম একজন অসুস্থ মানুষের জন্য সিংগেল খাটে পর্যপ্ত জায়গা হয় না। তিনি যে ওয়াশরুম ব্যবহার করেন তা নোংরা, সেখান থেকে তেলাপোকা ও ইদুর বের হয়।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা পর্যালোচনা করার জন্য একটি মেডিকেল বোর্ড করা হয়। ওই বোর্ডে পিজি হাসপাতালের যে চারজন চিকিৎসক রয়েছেন তরা সরকার সমর্থক। অথচ যেসব চিকিৎসক দীর্ঘদিন থেকে বেগম খালেদা জিয়া চিকিৎসা করছেন তাদের পরামর্শ নিলে কি ক্ষতি হত? তিনি বলেন, আইন অনুযায়ী একজনের জেলে থাকার অধিকার সংরক্ষণ করতে হবে।

ব্যারিস্টার খোকন আরও বলেন, ১/১১ এর সেনা সমর্থিতত তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী জেলে ছিলেন। তখন তিনি ইচ্ছা মতো চিকিৎসা নিতে পেরেছেন। তৎকালিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল জেলে থেকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আইনজীবী ও পরিবারের সদস্যরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। আমরা তার আইন অনুযায়ী অধিকার সংরক্ষণের দাবি জানাচ্ছি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ৮:০৬ অপরাহ্ণ