১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৪

বাংলাদেশে অনুমতি পেয়েছে চালবাজ

বিনোদন ডেস্ক:

ঢাকাই চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী অভিনীত ‘চালবাজ’ সিনেমাটি ২০ এপ্রিল কলকাতার ৯১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বাংলাদেশে মুক্তি পেতেও আর বাধা নেই ছবিটির। আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘চালবাজ’। সোমবার সন্ধ্যায় ছবিটিকে ছাড়পত্র দেয়ার অনুমতি দেয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

জয়দীপ মুখার্জি পরিচালিত চালবাজ ছবিটি আগামী ২৭ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে। গত ২০ এপ্রিল কলকাতায় চালবাজ মুক্তি পেয়েছে।এই ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। এই জুটির এটি দ্বিতীয় সিনেমা।

কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, ‘সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। আবার সামনে রোজা শুরু হয়ে যাচ্ছে। তবে বাছাই করা ৮০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা চলছে।’

‘চালবাজ’ ছবিতে শাকিব-শুভশ্রী ছাড়াও আরও অভিনয় করেছেন বাংলাদেশের শাহেদ আলী, রেবেকা, সুব্রত, কলকাতার আশিষ বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ৩:০৮ অপরাহ্ণ