নিজস্ব প্রতিবেদক:
প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন ডিবি পুলিশ তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন ওই দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয়তলায় ‘জাগৃতি’ প্রকাশনী অফিসে ঢুকে কতিপয় অজ্ঞাত সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে ফয়সাল আরেফিন দীপনের ঘাড়ের পেছনে আঘাত করে হত্যা করে। ২০১৫ সালের ৩১ অক্টোবর আনুমানিক বিকাল সাড়ে ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে হত্যাকাণ্ড শেষে অফিসের অটোলক তালা লক করে পালিয়ে যায় জঙ্গিরা।
এ ঘটনায় ২ নভেম্বর শ্বশুর অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সহযোগিতায় দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান বাদী হয়ে শাহাবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আইটি এক্সপার্ট খায়রুল ইসলাম, সদস্য মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মাইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান ও মো. আব্দুস সবুর ওরফে আবদুস সামাদ ওরফে সুজন ওরফে সাজু ওরফে সাদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক মো. ফজলুর রহমান মামলাটি তদন্ত করছেন।
দৈনিক দেশজনতা/এন এইচ