২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪০

ভারতের প্রধান বিচারপতিকে অভিশংসনের প্রস্তাব খারিজ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে অভিশংসন প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। বিচারপতি দীপকের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ না থাকায় আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর সোমবার তিনি এ সিদ্ধান্ত নেন। ভারতের সংবিধান অনুযায়ী, প্রধান বিচারপতির বিরুদ্ধে খারাপ ব্যবহার বা অযোগ্যতার অভিযোগ প্রমাণিত হলে তবেই তাকে অভিশংসন করা যায়।

জানা গেছে, শুক্রবার রাজ্যসভায় প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে কংগ্রেস, সিপিএম, সিপিআই, এনসিপি, সপা, বসপা ও মুসলিম লিগের ৬৪ সাংসদ প্রস্তাব জমা দেন। এর মাধ্যমে এই প্রথম ভারতে প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পেশ করে বিরোধী দলগুলো। তবে যথেষ্ট প্রমাণের অভাবে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়।

রাজ্যসভায় অভিশংসন নোটিশ খারিজ হয়ে গেলেও কংগ্রেস নেতারা সুপ্রিমকোর্টে যাবেন বলে আগেই জানিয়েছেন। কংগ্রেস নেতা পিএল পুনিয়া জানান, বিরোধী দলগুগুলো আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেবে। বিরোধী দলের আনা অভিশংসন প্রস্তাব নাকচ করায় বেঙ্কাইয়ার তীব্র সমালোচনা করেন তারা।

কংগ্রেস নেতা কপিল সিবল বলেন, অভিশংসনের বিষয়টি গভীরভাবে খতিয়ে না দেখেই উপরাষ্ট্রপতি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন। উনি যে বেআইনি রায় দিলেন, তাতে দেশবাসীর আস্থা চুরমার হয়ে গেছে। আমরা অবশ্যই এর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে পিটিশন দেব।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৮ ১২:৫১ অপরাহ্ণ