খুলনা প্রতিনিধি:
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর বয়রাস্থ নির্বাচন কমিশন থেকে নির্বাচনী প্রতীক গ্রহণ করেন মঞ্জু। এরপর তিনি দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতাকর্মী ও ২০ দলীয় জোটের নেতাদের উপস্থিতিতে দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
দোয়া শেষে মহানগরীর প্রাণকেন্দ্রে ও মূল শহরে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন মঞ্জু। এসময় তার সঙ্গে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা ছিলেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

