নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়িতে সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেএমবির ১৫ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড পেয়েছেন।
এছাড়া বিস্ফোরক প্রস্তুত ও মজুদ রাখার অভিযোগে আসামিদের মধ্যে সাতজনকে আরো ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ সোমবার বিকালে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রত্মেশ্বর ভট্টাচার্য এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন ও ১০ বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলো- দিনাজপুরের কোতয়ালী থানার মো. শহিদুল্লাহর ছেলে আরিফুল ইসলাম, বাগেরহাটের শরণখোলার মোজাহার আলীর ছেলে শহিদুল ইসলাম, আব্দুল মজিদ জমাদ্দারের ছেলে মো. ইসমাইল হোসেন, খাগড়াছড়ির দীঘিনালার সুলতান মাহমুদের ছেলে রুহুল আমিন, লেহাজ উদ্দিনের ছেলে মঞ্জু মিয়া, মোসলেম উদ্দিন হাওলাদারের ছেলে রুহুল আমিন সুফী ও চাঁপাইনবাবগঞ্জের নওশাদ আলীর ছেলে করিম আলী।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- রংপুরের নুরুল হকের ছেলে মো. এরশাদ, খাগড়াছড়ির দীঘিনালার নুরুল আলম মোয়াজ্জেমের ছেলে বেলাল মিয়া, বরিশাল কোতয়ালী থানার শাহজাহানের ছেলে হাসান আল মাহমুদ, ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসমান আলীর ছেলে আসাদুজ্জামান, পিরোজপুরের মঠবাড়িয়ার নুরুল ইসলামের ছেলে এমদাদুল হক, হাছেন আলীর ছেলে ফারুক হোসেন, গোপালগঞ্জের কোটালীপাড়ার আব্দুল সামাদের ছেলে এনায়েত উল্লাহ ও চট্টগ্রামের সীতাকুণ্ডের জহুরুল হকের ছেলে আবুজর ওরফে আইয়ুব আলী।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের মতো খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনজন আহত হন। এ ঘটনায় সদর থানার এসআই সাঈদ হাসান মামলা দায়ের করেন।
দৈনিকদেশজনতা/ এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

