২২শে জানুয়ারি, ২০২৬ ইং | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:৪২

ফের উইলিয়াম-কেটের ঘরে নতুন অতিথি

আন্তর্জাতিক ডেস্ক:
তৃতীয় সন্তানের পিতা হয়েছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম। এর আগে, সোমবার সন্তান জন্মদানের জন্য লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে কেট মিডলটনকে ভর্তি করা হয়। খবর এএফপি’র।
কিনসিংটন প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, প্রিন্সেস কেটের প্রসববেদনা শুরু হলে তাকে মধ্য লন্ডনের বেসরকারি সেন্ট মেরি হাসপাতালে নেয়া হয়। সেখানেই ফুটফুটে এক ছেলে শিশুর জন্ম দেন মিডলটন।
এখানেই এই দম্পতির চার বছর বয়সী জর্জ ও দুবছর বয়সী শার্লটেরও জন্ম হয়। তৃতীয় এই শিশুটি হলো ব্রিটিশ রাজসিংহাসনের পঞ্চম দাবিদার। এএফপি।

দৈনিকদেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ৯:৩৯ অপরাহ্ণ