১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

কুমিল্লায় খালেদা জিয়ার দুটি মামলার শুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন লাগিয়ে আটজন হত্যা এবং একই উপজেলার কাভার্ডভ্যান পোড়ানোর পৃথক দুটি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন সোমবার (২৩ এপ্রিল) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে শুনানি হয়েছে। আদালতের বিচারক বেগম জেসমিন আরা বেগম মামলার আরও শুনানির পরবর্তী তারিখ ৭ জুন নির্ধারণ করেছেন। অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চলতি মাসের ১০ এপ্রিল কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে তার আইনজীবীরা ১৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত ২৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

বেগম খালেদা জিয়ার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান লিটনসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জানুয়ারি চৌদ্দগ্রামে পৌরসভার হায়দারপুলে একটি কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে খালেদা জিয়াসহ ৩২ জন এবং একই সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামে জগমোহনপুরে বাসে পেট্রলবোমা মেরে আগুন লাগিয়ে আটজন মারার অভিযোগে খালেদা জিয়াসহ ৬৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়।

দৈনিকদেশজনতা/ এন আর

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ৯:২১ অপরাহ্ণ