২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৩৯

লিবিয়ার উপকূলে নৌকায় ১১ শরণার্থীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

লিবিয়ার পশ্চিম উপকূলে পৃথক অভিযান চালিয়ে দেশটির নৌবাহিনী রোববার ১১ শরণার্থীর লাশ ও আরো ২৮৩ জনকে উদ্ধার করেছে। খবর সিনহুয়া’র।

কোস্টগার্ড মুখপাত্র আইয়ুব কাশেম বলেন, ‘তাদের একটি টহল দল সাবরাথা উপকূলের প্রায় পাঁচ মাইল দূরে রাবারের নৌকা থেকে ১১ অবৈধ শরণার্থীর লাশ ও অপর ৮৩ শরণার্থীকে উদ্ধার করেছে।’

তিনি আরো বলেন, ‘নৌকাটি ভেঙে গিয়েছিল।’

কাশেম আরো বলেন, উদ্ধারকৃতরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। স্থানীয় সময় দুপুর ১টায় তাদের রাজধানী ত্রিপোলী থেকে প্রায় ৪৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত তেল বন্দর নগরী আল-জাওইয়াতে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, অপর উপকূল থেকে কোস্টগার্ডের টহল দলের সদস্যরা দুই শ’ শরণার্থীকে উদ্ধার করেছে। এদের মধ্যে ৩৮ শিশু রয়েছে। ত্রিপোলি থেকে প্রায় দেড় শ’ কিলোমিটার পূর্বে উপকূলীয় নগরী জিতেন থেকে এদের উদ্ধার করা হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ৩:৫৬ অপরাহ্ণ