আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেছেন, সন্ত্রাসীদের সাথে নিয়ে পাকিস্তান ভারতকে ভাঙার চেষ্টা করছে। তবে ভারতীয় বাহিনীও তার সমুচিত জবাব দিচ্ছে বলে মনে করেন তিনি।
শনিবার ভারতের কেন্দ্রশাসিত রাজ্য দামান ও দিউর দিউ এলাকায় বক্তব্য দেয়ার সময় রাজনাথ সিং পাকিস্তানের দিকে ইঙ্গিত করে বলেন, ‘একটি প্রতিবেশী ছাড়া আমাদের সব প্রতিবেশীই ভালো। কোনটি আপনারা জানেন।’
রাজনাথের ভাষায়, ‘এই প্রতিবেশী যদি আজ আমাদের সাথে না আসে, তবে ভবিষ্যতে আসতে হবে। তারা সন্ত্রাসীদের ভারতে ঢুকতে সহায়তা দিচ্ছে। ভারতকে ভাঙতে চাইছে।’ তবে নিজেদের ভূখণ্ড রক্ষায় আপ্রাণ চেষ্টা করার জন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দেন তিনি।
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ধরে রাখতে চাই। আমাদের নীতি বলে, সারা পৃথিবী একটি পরিবার। আমরা প্রতিবেশীদের বন্ধুত্বের মর্যাদা দিতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমরা ২০১৪ সালে আমাদের সীমান্তরক্ষীদের প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখার কথা বলেছি- সেটা পাকিস্তান হলেও। আমি তাদের প্রথমেই কোনো গুলি না করতে বলেছি।’
দৈনিক দেশজনতা/ টি এইচ