১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে নিহত এক

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগরে পুলিশের সঙ্গে তথাকথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে। নিহত আলামিন (৩৫) মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মুরাদনগর থানার ওসি জানান, মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুণ্ডা এলাকায় রোববার রাত দেড়টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ বলছে, আলামিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।

ওসি মঞ্জুর আলম বলেন, আলামিন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলা ও সড়ক-মহাসড়কে ডাকাতি করে আসছিল। রোববার রাতে শুশুণ্ডা এলাকায় আলামিন তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আলামিনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৮ ৩:৩৯ অপরাহ্ণ