নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্টন এলাকায় দুই বাসের সংঘর্ষে মিজান কাজী (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পল্টন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আটজন আহত হয়। তাৎক্ষণিক পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বাসচালক মিজানকে মৃত বলে ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ বক্সের (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

