১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধা নিহত

 

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার সূর্যবাড়ী বনগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় খুঁজতে আশেপাশের জেলায় বার্তা প্রেরণ করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে নওগাঁর সান্তাহার জিআরপি পুলিশ ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নিয়ে গেছে। নাটোর রেলওয়ের স্টেশন মাস্টার খান মুনীরুজ্জামান জানান, রবিবার সকালে স্থানীয়রা সূর্যবাড়ী বনগ্রাম রেল লাইনের ব্রীজের পাশে একটি ক্ষত বিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সান্তাহার জিআরপি পুলিশকে অবহিত করে। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। রেলওয়ে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছেন নিহত ওই বৃদ্ধা ভিক্ষুক অথবা মানসিক রোগী হতে পারে। সকালে বা রাতের কোন এক সময় ব্রীজ পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃতদেহটি উদ্ধারের সময় মৃতদেহের পাশে ব্যাগে চাউল পড়ে থাকা দেখে অনেকেই তাকে ভিক্ষুক মনে করছেন। কোন ট্রেনে এঘটনা ঘটেছে তাও জানাতে পারেননি রেলওয়ে কর্তৃপক্ষ ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৮ ৬:৩৮ অপরাহ্ণ