নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিক্রয়নিষিদ্ধ আট টন জাটকা ইলিশ জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জাটকা বিক্রির অপরাধে সাতজনকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়।
শনিবার রাত ৯টা থেকে রোববার ভোর পর্যন্ত চলে এই অভিযান। অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
রোববার দুপুরে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকে আড়তে অবস্থান নেয় র্যাব। রাত ৯টা থেকে ভোর পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযান চালানো হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে আনা আট টন জাটকা জব্দ করা হয়। পরে বেলা ১১টায় এসব জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
সারওয়ার আলম বলেন, জাটকা বিক্রির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক দেশজনতা/এন এইচ